মোটর সাইকেলের ধাক্কায় ববি ছাত্রী আহত ॥ শিক্ষার্থীদের সড়ক অবরোধ মোটর সাইকেলের ধাক্কায় ববি ছাত্রী আহত ॥ শিক্ষার্থীদের সড়ক অবরোধ - ajkerparibartan.com
মোটর সাইকেলের ধাক্কায় ববি ছাত্রী আহত ॥ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

3:46 pm , July 23, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-পটুয়াখালী সড়কে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ভেঙ্গে ফেলেছে মোটর সাইকেল চালক। এ ঘটনার প্রতিবাদে দেড় ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। রোববার দুপুর আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত ববি ক্যাম্পাসের সামনের মহাসড়কে এই বিক্ষোভ করেন। এসময় শিক্ষার্থীরা ফুটওভার ব্রিজ ও গতিরোধক নির্মাণসহ চার দফা দাবি জানিয়েছে। ববি উপাচার্য ড. মো. সাদিকুল আরেফিন দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
শিক্ষার্থী মুস্তাকিম বিল্লাহ বলেন, বহুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ফুটওভার ব্রিজের দাবি জানাচ্ছি। কিন্তু এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর বা ববি প্রশাসন কোন কর্ণপাত করেনি। তাই একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় আমাদের এক বোন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। আর কোন শিক্ষার্থী যাতে এই মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে না পরে সেই জন্য অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।
আরেক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জানান, ক্যাম্পাসে প্রবেশ করতে গিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীকে এই মহাসড়ক পার হতে হয়। ব্যস্ত এই মহাসড়ক শতভাগ অনিরাপদ হওয়ায় নিরাপদ সড়কের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। যাতে আর কোন সহপাঠি যাতে সড়ক দুর্ঘটনার কবলে না পরে। আমরা শিক্ষা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ে আসি, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করতে চাই না। তাই অবিলম্বে আমাদের দাবি মেনে নিতে হবে।
বিক্ষোভরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দুপুরে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের কর্ণকাঠী এলাকায় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানের ছাত্রী কানিজ ফাতেমা শান্তাকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তার একটি পা ভেঙ্গে যায়। তাকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দাবির মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের সামনে জেব্রাক্রসিং দেয়া, স্পিড লিমিটেড নিয়ন্ত্রন করা, ফুটওভার ব্রিজ নির্মান এবং আহত ছাত্রীর চিকিৎসা ব্যয়ভার বহন করা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT