3:44 pm , July 23, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার চরমোনাই লঞ্চঘাট এলাকা থেকে ধারালো অস্ত্র ও ট্রলারসহ ৪ ডাকাত সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার রাতে তাদের আটক করে সোপর্দ করা হয়েছে বলে কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন।
আটককৃতরা হলো- মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়নের হাসানপুর গ্রামের নান্না দেওয়ানের ছেলে মেহেদী হাসান (১৮), একই এলাকার আব্দুল মাঝির ছেলে আরিফ মাঝি (২১), মতলেবআলী মোল্লার ছেলে নাদিম মোল্লা (১৯) ও বাছেদ বেপারীর ছেলে মো. সুমন বেপারী (১৮)।
ওসি আনোয়ার হোসেন বলেন, ডাকাতি করার জন্য দলটি নদী তীরে ট্রলারে অবস্থান নেয়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ট্রলার ঘেরাও করে ৪ জনকে ধারালো ২৩ টি রামদা ও ট্রলারসহ আটক করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রি জানান, ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি। অতিরিক্ত উপ কমিশনার ফজলুল করিম বলেন, এই ডাকাত দলটি এর আগেও একাধিক ঘটনা ঘটিয়েছে। আটক চার জনের মধ্যে দুইজনের বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে। মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়নের (উত্তর) চেয়ারম্যান জামাল মোল্লা জানিয়েছেন আটককৃতরা এলাকায় চুরি ডাকাতিসহ নানা অপরাধমুলক কর্মকান্ডে জড়িত। তাদের কোন রাজনৈতিক পরিচয় নেই।