3:21 pm , July 23, 2023
রাজাপুর প্রতিবেদক ॥ রাজাপুরের আরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনারগাঁও জেএকে মাধ্যমিক বিদ্যালয় মাঠের মধ্য দিয়ে চলছে ইট দিয়ে পাকা রাস্তা নির্মাণের কাজ। এতে দুটি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা তাদের একমাত্র খেলার মাঠে আর খেলতে পারছে না।
শনিবার ঝালকাঠির রাজাপুরে বড়ইয়া ইউনিয়ন এর আরুয়া সোনারগাঁও এলাকায় সকালে এ ঘটনা ঘটে। বড়ইয়া ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড আরুয়া এর একটি অংশের জনগন পূর্বে স্কুল দুটির মাঠ দিয়ে চলাচল করত। স্কুল চলাকালীন মাঠ দিয়ে সাধারণ জনগন মাঠ দিয়ে চলাচল করলে শিক্ষার্থীদের খেলাধুলা ও সমাবেশ করতে অসুবিধা হয়। তাই স্কুল প্রতিষ্ঠাতার ভাতিজা সরোয়ার খান নিজস্ব অর্থায়নে জনগনের বিকল্প চলাচলের জন্য কয়েক লক্ষ টাকা ব্যয় করে একটি সড়ক নির্মাণ করছে।কিন্তু ওই এলাকার জিয়া হাওলাদার, শাহজাহান গাজী,সোবাহান স্কুল দুটির মাঠের মাঝ বরাবর রাস্তা নির্মাণ করছে।
শিক্ষক আলামিন হাওলাদার জানান, এই বিদ্যালয় মাঠের ভিতর দিয়ে যদি রাস্তা হয় তাহলে শিক্ষার্থীদের অসুবিধা হবে।
সোনারগাঁও জে.এ.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মোঃ ইসমাইল হোসেন বলেন, শিক্ষার্থীদের ছোট্ট একমাত্র খেলার মাঠটুকু আছে কিন্তু হঠাৎ দেখছি এই বিদ্যালয়ের মাঠের মধ্য দিয়ে চলছে রাস্তা নির্মাণের কাজ। এই রাস্তার নির্মাণ কাজ বন্ধ করার জন্য আমরা এলাকাবাসীর কাছে অনুরোধ জানিয়েছি এবং স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম বারী খানকে মুঠোফোনে বিষয়টি জানিয়েছি। এছাড়া স্কুল কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে এলাকার একটি অংশের জনগনের চলাচলের জন্য বিকল্প রাস্তা নির্মাণ করে দিচ্ছেন যার কাজ চলমান।
রাজাপুর উপজেলা নির্বহী অফিসার নুসরাত জাহান খান বলেন, বিদ্যালয়ের মাঠের মধ্যে দিয়ে রাস্তা নির্মাণের কাজের বিষয়ে আমি অবগত নেই। তবে এমন ঘটনা সত্যিই যদি ঘটে থাকে তাহলে বিদ্যালয়ের মাঠের উপর দিয়ে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।