সোনারগাঁও টেক্সটাইল শ্রমিকদের সড়ক অবরোধ বিক্ষোভ সোনারগাঁও টেক্সটাইল শ্রমিকদের সড়ক অবরোধ বিক্ষোভ - ajkerparibartan.com
সোনারগাঁও টেক্সটাইল শ্রমিকদের সড়ক অবরোধ বিক্ষোভ

3:21 pm , July 23, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর সোনারগাঁও টেক্সটাইলের ঘোষিত লে-অফকে অযৌক্তিক দাবি করে তা প্রত্যাহার করে কারাখানা খুলে দেওয়ার দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এসময় বকেয়া বেতন প্রদানের দাবি জানান শ্রমিকরা। রোববার দুপুরে সোনারগাঁও টেক্সটাইলের সামনের মহাসড়কে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ হয়। এতে মহাসড়কের দুই পাশে শতশত যানবাহন আটকে যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পরেন। পরে কারখানা কর্তৃপক্ষ পহেলা আগস্ট থেকে লে-অফ প্রত্যাহার করে কারখানা চালু ও বকেয়া বেতন প্রদানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা। নির্ধারিত সময়ের মধ্যে কারাখানা কর্তৃপক্ষ তাদের আশ্বাস বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বিক্ষুব্ধরা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, সদস্য সন্তু মিত্র, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান প্রমুখ।
বক্তারা বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেকার করতে বিভিন্ন অজুহাতে অযৌক্তিকভাবে লে-অফ ঘোষণা করে কারখানা বন্ধ রেখেছে। এছাড়া আমাদের বেতন পাওনা রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আয়ের উৎস্য বন্ধ হয়ে গেলে শ্রমিকদের না খেয়ে মরতে হবে। তাই অবিলম্বে অযৌক্তিক লে-অফ বাতিল করে কারাখানা চালু ও বকেয়া বেতন না দিলে কঠোর আন্দোলনে যাবে শ্রমিকরা।
ঘণ্টাব্যাপী অবরোধ শেষে পুলিশী সহায়তায় কারাখানা কর্তৃপক্ষ পহেলা আগস্ট থেকে সোনারগাঁও টেক্সটাইল চালু ও বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে মহাসড়ক ত্যাগ করেন শ্রমিকরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বরিশালের সর্বস্তরের শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বিক্ষুব্ধরা।
প্রসঙ্গতঃ বাংলাদেশ শ্রম আইনের ২(৫৮) ধারায় লে-অফের সংজ্ঞায় বলা হয়েছে, ‘লে-অফ’ অর্থ কয়লা, শক্তি বা কাঁচামালের স্বল্পতা, অথবা মাল জমিয়া থাকা অথবা যন্ত্রপাতি বা কল-কব্জা বিকল বা ভাঙ্গিয়া যাওয়ার কারণে কোন শ্রমিককে কাজ দিতে মালিকের ব্যর্থতা, অস্বীকৃতি বা অক্ষমতা।”

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT