3:20 pm , July 23, 2023

বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে যৌতুকের দাবীতে রতœা(২৪) নামক নারীকে পিটিয়ে গুরুতর জখম করেছে । রবিবার দুপুরে ওই নারীর বাবার বাড়ীতে এ ঘটনা ঘটে। আহত ওই নারীকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। আহত রতœা অভিযোগ করে বলেন, ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চৌকিদার বাড়ীর হাসেমের ছেলে নুর আলমের সাথে আমার বিবাহ হয়। বিবাহের সময় ২ লক্ষ টাকা যৌতুক নেয় তারা। বিবাহের পর থেকেই ইয়াবাসহ মকদক ব্যবসা করে আসছে আমার স্বামী ও শাশুড়ি। আমার স্বামী নুর আলমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মাদক ব্যবসা করতে আরো ২লক্ষ টাকা যৌতুক দাবী করেন আমার স্বামীসহ শাশুড়ি। তাদের দাবীকৃত যৌতুকের টাকা না দেওয়ায় গত ১৯-০৭-২০২৩ ইং রোজ বুধবার ঢাকার ডেমরা থানার বামুন স্ট্যান্ড সংলগ্ন ফ্যান ফ্যাক্টরীর গল্লী রাশেদা মঞ্জিল যাহা বাসার হল্ডিং নং ৪৫-৫০ এর ভাড়াকৃত বাসায় আমাকে পিটিয়ে গুরুতর জখম করে। বিষয়টি শালিশ মিমাংশার লক্ষে গত ২২-০৭-২০২৩ ইং তারিখ শনিবার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে আমার গ্রামের বাড়িতে যাই। ২৩-০৭-২০২৩ ইং তারিখ দুপুরে আমার বাবার বসতঘরে আমাদের পরিবারের কাছে ২ লক্ষ টাকা যৌতুক দাবী করেন স্বামী নুর আলম ও তার বোন হাসি আক্তার সুরমীসহ শ্বাশুড়ী সামসুন্নাহার। তাদের দাবীকৃত যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় আমাকে পিটিয়ে গুরুতর জখম করে তারা। আমার বাবা সৌদি প্রবাসী হওয়ায় আমার মা আমাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন।
অন্যদিকে নুর আলম এর কাছে জানতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায়নি তবে তার মা শামসুন্নাহার বলেন, বিষয়টি আমরা স্থানীয়ভাবে বসে মীমাংসা করব।