3:20 pm , July 23, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক হুমায়ুন কবীরকে পরিচালক তৃতীয় গ্রেড এ পদোন্নতি প্রদান করা হয়েছে। গত ১৭ জুলাই তিনি পরিচালক পদে যোগদান করেছেন বলে জানা গেছে।
রবিবার সন্ধ্যায় একান্ত সাক্ষাতে হুমায়ুন কবীর জানান, তিনি ২০১৫ সালের ৮ ডিসেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয় ববিতে বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্প পরিচালক হিসেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয়েছে। ২০১৭ সালের ৩১ অক্টোবর বিশ্ব ব্যাংকের একটি প্রকল্পের জাতীয় কনসালটেন্ট হিসেবে নিয়োগ পায় এবং সেখানে যোগদান করেন। পরবর্তীতে ববি এর প্রয়োজনে পুনরায় ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারী উপপরিচালক পদে পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্পে যোগদান করেন। এরপরে পুনরায় তাকে ২০২১ সালের মে মাসে প্রকল্প পরিচালক পদে পদায়ন দেওয়া হয়। ঐ প্রকল্প যথাযথভাবে সম্পন্ন করা হলে পরবর্তীতে বা বর্তমানে পরিচালক (চলতি দায়িত্ব,) তৃতীয় গ্রেডে দায়িত্ব প্রদান করেন ববি কর্তৃপক্ষ।
মোঃ হুমায়ুন কবীর পটুয়াখালী জেলার বাউফলের কৃতি সন্তান। তার পিতার নাম মৃত আলাউদ্দিন আহমেদ। মাতা লাল বানু । তারা পাঁচ ভাই এক বোনের মধ্যে তিনি পঞ্চম সন্তান। তার সহধর্মিণী আফরোজা পারভীন একজন ব্যাংক কর্মকর্তা। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি।