স্বরুপকাঠীতে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা স্বরুপকাঠীতে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা - ajkerparibartan.com
স্বরুপকাঠীতে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

4:16 pm , July 22, 2023

স্বরুপকাঠীতে  প্রতিনিধি ॥ স্বরুপকাঠীতে পণ্যে মোড়ক না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে উপজেলা সদরের জগন্নাথকাঠি বন্দরে অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক অপূর্ব অধিকারীর উপস্থিতিতে পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবাশিষ রায় এ অভিযান পরিচালনা করেন। স্যানিটারী ইন্সপেক্টর গাজী মো. হারুন অর রশিদ ও থানা পুলিশের সহায়তায় বন্দরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মা ষ্টোরকে ৮ হাজার টাকা, হানিফ ষ্টোরকে ৫ হাজার টাকা, রহিম কনফেকশনারীকে ৫ হাজার টাকা, সুমন কনফেকশনারীকে ৫ হাজার টাকা এবং রুবেল ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারি পরিচালক দেবাশিষ রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,জনস্বার্থে এ অভিযান আরো জোরদার করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT