4:16 pm , July 22, 2023

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামে ডিবি দক্ষিণের একটি দল শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবাসহ ৫জনকে আটক করেছে। আটককৃতরা হলো : পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের হেমায়েত উদ্দিন মৃধার পুত্র ফারুক মৃধা (৪০), একই গ্রামের রতন মিত্রের পুত্র গোপাল মিত্র (৩৮), সাপলেজা এলাকার আঃ মালেক মিয়ার পুত্র মোঃ মানিক মিয়া (২৫), বড়শৌলা গ্রামের দুলাল বেপারীর পুত্র বিকাশ বেপারী (২৩) ও পাশর্^বর্তী পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের ফজলুল হক আকনের পুত্র আনিস আকন (৩৫)। পিরোজপুর ডিবি দক্ষিণের (মঠবাড়িয়া) ইন্সপেক্টর এ কে এম মাহফুজুল হক জানান, গ্রেফতারকৃতরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেনের টিকিকাটা গ্রামের ফারুক মৃধার বাড়িতে অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবাসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, এঘটনায় শুক্রবার রাতে ডিবি দক্ষিণের ইন্সপেক্টর এ কে এম মাহফুজুল হক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।