কাছিপাড়াতে দিনে দুপুরে চুরি ॥ জনমনে আতঙ্ক কাছিপাড়াতে দিনে দুপুরে চুরি ॥ জনমনে আতঙ্ক - ajkerparibartan.com
কাছিপাড়াতে দিনে দুপুরে চুরি ॥ জনমনে আতঙ্ক

4:15 pm , July 22, 2023

নাসির উদ্দিন খান, বাউফল ॥ বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিনিয়ত চলছে দিনে দুপুরে চুরির ঘটনা। প্রথমে বাউফল পৌরশহর, দুই নম্বর ওয়ার্ড হাজীপাড়া (দক্ষিণ চন্দ্রপাড়া) শাহাবুদ্দিন মৃধা বাসায় পুলিশ পরিচয়ে ডাকাতি হয়। এর আগে গত ১৮ জুন কালিশুরী বাজারের দক্ষিণ পাশের সাহারা মার্কেটের সামনে তিনটি ফ্ল্যাটে চুরি হয়। গত শুক্রবার আনুমানিক দুপুর ২টার দিকে কাছিপাড়া মোঃ আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন সার্ভেয়ারের তিনতলা ভবনের দুটি ফ্ল্যাটে চুরি হয়। পরপর তিনটি স্থানে চুরি হলে পুলিশ নিরব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT