4:13 pm , July 22, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় নিহতদের দাফন ও সৎকারের জন্য পুলিশের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। শনিবার রাত পৌনে আটটায় এ তথ্য জানিয়েছেন ঝালকাঠি পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল। তিনি বলেন, নিহতদের দাফন ও সৎকারের জন্য পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) এক লাখ টাকা অনুদান দিয়েছেন। ওই টাকা নিহত ১৭ জনের পরিবারের মাঝে বিতরন করা হবে।
পুলিশ সুপার আরো বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহতদের পরিবার ও আহতদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা আগ্রহী না হলে পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।