পুকুরের গভীরতার কারনে মৃতের সংখ্যা বেশি হয়েছে-ফায়ার সার্ভিস পুকুরের গভীরতার কারনে মৃতের সংখ্যা বেশি হয়েছে-ফায়ার সার্ভিস - ajkerparibartan.com
পুকুরের গভীরতার কারনে মৃতের সংখ্যা বেশি হয়েছে-ফায়ার সার্ভিস

4:12 pm , July 22, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বাসটি পুকুরে পড়ে যাওয়া মৃতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. ফিরোজ কুতুবী। তিনি বলেন, দুর্ঘটনা কিভাবে ঘটছে। এখন পর্যন্ত সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। বেঁচে যাওয়া আহত যাত্রীরা একেকজন একেক ধরনের তথ্য দিচ্ছে। তদন্ত করা ছাড়া সঠিক কারন জানা যাবে না।
যাত্রীদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে উপ-সহকারী পরিচালক কুতুবী বলেন, কেউ বলছেন চালক মোবাইল ফোনে কথা বলছিলো। কেউ বলছে যাত্রীদের কাছ থেকে উঠানো ভাড়া সহকারীর কাছ থেকে নিচ্ছিলেন। সঠিক এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উপ-সহকারী পরিচালক কুতুবী বলেন, পুকুর গভীর অনেক বেশি ছিলো। তাই পুকুরে পড়ে বাসটি উল্টে গেছে। এই কারনে মৃতের সংখ্যা বেশি হয়েছে। পুকুরে না পড়লে এত সংখ্যক যাত্রীর মৃত্যু হতো না বলে মন্তব্য করেন। তিনি জানান, পুকুরের গভীরতা অন্তত ২০ ফুট। জেলা প্রশাসকের নির্দেশে পুকুরের সম্পূর্ন পানি সেচ দিয়ে দেখা হয়েছে। কোন যাত্রী যদি কাদায় আটকে থাকতে পারে, এই জন্য সেচ দেয়া হয়। কুতুবী বলেন, বিকেল ৬ টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT