4:11 pm , July 22, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যর তদন্ত দল গঠন করেছে জেলা প্রশাসক। শনিবার বিকেল পৌনে ৬ টায় এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মিলন চাকমা। তিনি বলেন, ঘটনা তদন্তে জেলা প্রশাসক পাঁচ সদস্যের তদন্ত টিম গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মামুন শিবলীকে প্রধান করা হয়েছে। অন্যান্য কারা থাকবেন এখনো চুড়ান্ত হয়নি। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হবে বলে জানিয়েছেন নেজারত ডেপুটি কালেক্টরেট মিলন চাকমা।
তিনি আরো জানান, জেলা প্রশাসনের ত্রান শাখা থেকে নিহতদের জন্য ২৫ হাজার ও আহতদের জন্য ১৫ হাজার টাকা করে বরাদ্ধ করা হয়েছে।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। আহত অবস্থায় ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর দুই ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রেখে উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে।