ভান্ডারিয়ার শিশু মাহাদী বেঁচে থাকলেও বাবা নিহত ভান্ডারিয়ার শিশু মাহাদী বেঁচে থাকলেও বাবা নিহত - ajkerparibartan.com
ভান্ডারিয়ার শিশু মাহাদী বেঁচে থাকলেও বাবা নিহত

4:11 pm , July 22, 2023

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ভা-ারিয়া পৌরশহরের দক্ষিণ ভা-ারিয়া মহল্লার ঔষধ ব্যবসায়ি তারেক হোসেন বেপারী (৪০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা সাত বছরের শিশু পুত্র অলৌকিকভাবে বেঁচে যান। স্থানীয়রা শিশুটিকে বাসের জানালা থেকে বাইরে বের করে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। নিহত বাবা তারেক বেপারি শিশুটিকে নিয়ে চিকিৎসার জন্য বাসযোগে বরিশাল যাচ্ছিলেন। ঁেবচে যাওয়া শিশু মাহাদী (৭) ভা-ারিয়া শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়া করছে। শনিবার দুপুরে সরেজমিনে শিশু মাহাদীর বাড়িতে গিয়ে দেখা যায়, আহত মাহাদী শুয়ে আছে মা কেয়া বেগমের পাশে। স্বজন হারানো কান্না আর দুর্ঘটনার পর আহত মাহাদী এখন অনেকটাই বাক রুদ্ধ। মাহাদী বলে, হঠাৎ বাসটি ছিটকাইয়া রাস্তার পাশে পুকুরে পড়ে ডুবে যায়। এরপর আব্বারে আর পাইনা। আমি বাসের জানালা দিয়া হাত বাইর করলে কেডা জানি আমারে টাইনা বের করে। পরিবারের স্বজনদের শোকের মাতম চলছে। পাড়া প্রতিবেশীদের স্বান্তনায় সে কান্না থামছে না। জানাগেছে, গত দুইদিন আগে তারেক এর ছেলে মাহাদী আছাড় খেয়ে হাত ভেঙ্গে যায়। শিশুটি চিকিৎসার জন্য আজ শনিবার বাবা তারেক তাকে বাস ভা-ারিয়া বাস স্ট্যা- থেকে বরিশালগামী বাসে ওঠেন। পথে যাত্রাহীবাসটি দুর্ঘটনার করে পড়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তারেক বেপারি নিহত হন। তিনি ভা-ারিয়া শহরে ঔষধ ব্যবসায়ি ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT