গৌরনদীতে জমজ তিন সন্তানের জন্ম গৌরনদীতে জমজ তিন সন্তানের জন্ম - ajkerparibartan.com
গৌরনদীতে জমজ তিন সন্তানের জন্ম

4:09 pm , July 22, 2023

গৌরনদী প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বেসরকারি সুইস হাসপাতালে শুক্রবার গভীর রাতে এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। তিন নব জাতক নিয়ে মা সুস্থ্য আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।  এক সঙ্গে তিন সন্তান জন্ম দেয়ার ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
গৌরনদীর বেসরকারি সুইস হাসপাতাল বাটাজোর শাখার ব্যবস্থাপক মোঃ শামীম মীর জানান,   বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের যুগীরহাট গ্রামের দিন মজুর পলাশ মোল্লার  স্ত্রী বর্ষা বেগম শুক্রবার বিকেলে পেটের ব্যথা অনুভব করলে ওই দিন সন্ধ্যায় বর্ষাকে সুইস হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক শিউলী সমাজপতির অধীনে ভর্তি  করেন। গভীর রাতে বর্ষা বেগমকে অস্ত্রপাচারের জন্য  কক্ষে নেওয়া হয়। ডাঃ শিউলী সমাজপতি রাতে অস্ত্রপচারের মাধ্যমে বর্ষা বেগম এক সঙ্গে তিন পুত্র সন্তান জন্ম দেন। শিউলী সমাজপতি বলেন, মা বর্ষা বেগম ও নব জাতক তিন সন্তান সুস্থ্য আছে। বর্ষা বেগম একই সঙ্গে তিন সন্তান জন্ম দিয়ে প্রথম মা হওয়ার স্বাদ গ্রহণ করেছেন।  মা বর্ষা বেগম বলেন, আল্লাহ এক সঙ্গে সুস্থ্য স্বাভাবিক তিনটি সন্তান দিয়েছেন এতে আমি খুবই খুশি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT