নিহত ১৫ জনের পরিচয় মিলেছে নিহত ১৫ জনের পরিচয় মিলেছে - ajkerparibartan.com
নিহত ১৫ জনের পরিচয় মিলেছে

4:06 pm , July 22, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠিতে নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে উল্টে যাওয়া বাসের নিহত ১৫ যাত্রীর পরিচয় মিলেছে। শনিবার সকাল ৯টার দিকে ধানসিড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ছত্রকান্দা এলাকায় বাস উল্টে পুকুরে পড়ে গিয়ে এ মর্মান্তিক দুঘটনা ঘটেছে।
নিহতরা হলেন-ভা-ারিয়া পৌর এলাকার পান্না মিয়ার ছেলে তারেক রহমান (৪৫), একই পৌর এলাকার মুজাফফর আলীর ছেলে সালাম মোল্লা (৬০), রাজাপুর উপজেলার নিজামিয়া গ্রামের মৃত মাওলানা নজরুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম (৪৩), তার কন্যা খুশবু আক্তার (১৭), ভান্ডারিয়া পৌরসভার মৃত. সালাম মোল্লার ছেলে শাহীন মোল্লা (২৫), ভা-ারিয়ার পশারিবুনিয়া এলাকার জালাল হাওলাদারের কন্যা সুমাইয়া (৬), বাকেরগঞ্জের চর বোয়ালিয়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আবদুল্লাহ (৮), ভা-ারিয়া রিজার্ভ পুকুর পাড় এলাকার মৃত লাল মিয়ার স্ত্রী রহিমা বেগম (৬০), মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে আবুল কালাম হাওলাদার, মেহেন্দিগঞ্জের মোর রিপনের কন্যা নিপামনি (১), তার মা আইরিন আক্তার (২২), রাজাপুরের বলাইবাড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে নয়ন (১৬) ভা-ারিয়ার উত্তর শিয়ালকাঠি এলাকার মৃত. ফজলুল হক মৃধার স্ত্রী রাবেয়া বেগম (৮০), কাঠালিয়ার বাশবুনিয়া এলাকার তৈয়বুর রহমানের কন্যা সালমা আক্তার মিতা (৪২)।
ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন যাদের নাম জানা গেছে তাঁরা হলেন, কাঠালিয়ার আবুল বাশার, রিজিয়া, আরজু, ভান্ডারিয়ার রাসেল মোল্লা, মনিরুজ্জামান, ফাতিমা, রাসেল, নলছিটির মিফতা, আজিজুল, রাজাপুরের মনোয়ারা, আলাউদ্দিন, সোহেল, আবুল কালাম, ভোলার সুইটি, বাউফলের সিদ্দিকুর, রুকাইয়া,বরগুনার আকাশ, সাতক্ষিরা সোহাগ, মঠবাড়িয়ার নাঈমুল, ঝালকাঠির আল-আমিন ও বরিশালের সাব্বির। এ ছাড়া বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আল মামুন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন তার শ্যালিকা শিল্পি।
ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, ১৫ জন মৃতদেহের স্বজনরা লাশ শনাক্ত করেছে। তা হস্তান্তর করা হয়েছে। বাকিদেরও স্বজনরা আসছেন। শনাক্ত হলে হস্তান্তর করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT