4:59 pm , July 21, 2023

বাউফল প্রতিবেদক ॥ বাউফলে গাঁজাসহ আটক তরুনকে ৬ মাসের কারাদন্ড ও পাঁচশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এর আগে ১২ পুড়িয়া গাঁজাসহ তরুনকে আটক করে পুলিশ। দন্ডিত বাপ্পি মৃধা (২২) উপজেলার কালাইয়া ইউনিয়নের দীঘির কোর্টপাড় এলাকার মনির মৃধার ছেলে। কয়েকদিন পূর্বে বাপ্পির বাবা মনির মৃধাকে সাড়ে ৯ কেজি গাঁজা সহ আটক করা হয়েছে। বর্তমানে সে কারাগারে। বাবার অবর্তমানে ছেলে বাপ্পি গাঁজার ব্যবসা পরিচালনা করে। এই অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কমলার দীঘির কোর্টপাড় এলাকায় অভিযান করে। এ সময় বাউফল থানা পুলিশ তাকে গাঁজা সহ আটক করে। তার কাছ থেকে ১২ পুড়িয়া গাঁজা উদ্ধার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী বলেন, বাপ্পি মৃধাকে ৬ মাসের কারাদ-সহ ৫ শত টাকা অর্থদন্ড করা হয়েছে। তাকে সাজা পরোয়ানায় জেলে পাঠানো হয়েছে।