ঝালকাঠিতে প্রতিবন্ধীর ট্রলার চুরি ঝালকাঠিতে প্রতিবন্ধীর ট্রলার চুরি - ajkerparibartan.com
ঝালকাঠিতে প্রতিবন্ধীর ট্রলার চুরি

4:58 pm , July 21, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে গাছ থেকে পড়ে পঙ্গু হওয়া যুবকের পরিবারের একমাত্র অবলম্বন ট্রলারটি চুরি হয়েছে। এতে ওই প্রতিবন্ধী যুবকের পরিবার অবলম্বনটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। প্রতিবন্ধী যুবক মো. বাবু খান (৩০) শহরের কিফাইতনগর এলাকার মৃত. দেলোয়ার হোসেনের পুত্র। স্ত্রী সন্তান নিয়ে বড়ই দুশ্চিন্তাগ্রস্থ বাবু জানান, কিশোর বয়স থেকে গাছ শ্রমিকের কাজ করি। ২বছর আগে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হই। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসা করিয়ে সুস্থ হলেও চিরতরে পঙ্গুত্ব বরণ করতে হয়। দুর্ঘটনার ৭মাস আগে জমানো টাকায় ট্রলার কিনছিলাম। এতো জখম, বিপদের পরেও ট্রলার বিক্রি করিনি। ট্রলার ভাড়া দিয়েই যা পাইতাম তা দিয়ে সংসার ও সন্তানের পড়ালেখার খরচ চালাতাম। গাবখান ফেরিঘাট এলাকায় মসজিদের ঘাটে নোঙর করা থাকতো। বৃহস্পতিবার ভোর রাতে চোরচক্র সেই ট্রলারটি নিয়ে যায়। ট্রলার ঘাটে না পেয়ে খোজাখুজি করলে বারইকরণ চড়ে মই ও লগি পাওয়া গেছে। এঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। স্থানীয় মোঃ রুবেল খান, আলি হোসেন হাওলাদার সহ কয়েকজনে জানান, বাবু ভালো ও ভদ্র প্রকৃতির মানুষ। গাছের শ্রমিক হিসেবে কাজ করে জিবীকা নির্বাহ করতো। গাছ থেকে পড়ে গিয়ে কোমড় ভেঙে গেছে। বিভিন্ন জায়গায় হাত পেতে দান, অনুদােেন তাকে চিকিতসা করিয়ে সুস্থ্য করি। দুর্ঘটনার শিকার হবার ৭/৮মাস ট্রলার কিনেছিলো, শতকষ্টের মাঝো ট্রলার বিক্রি না করে অবলম্বন হিসেবে জীবনের বাকিটা পথ চলতে চাইছিলো। চুরি হয়ে যাওয়ায় এখন বাবুর সব শেষ হয়ে গেছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ে হচ্ছে।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT