বসত বাড়ী, পুকুর ও কবরস্থান রক্ষায় সংবাদ সম্মেলন বসত বাড়ী, পুকুর ও কবরস্থান রক্ষায় সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
বসত বাড়ী, পুকুর ও কবরস্থান রক্ষায় সংবাদ সম্মেলন

4:42 pm , July 20, 2023

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি ॥ পিরোজপুরের ভা-ারিয়া স্লুইজ গেটের পানির স্্েরাতে বসত বাড়ী, পুকুর ও কবরস্থান হুমকির মুখে রয়েছে। গতকাল বৃহস্পতিবার এ সমস্যা সমাধানে ভুক্তভোগী আব্দুল কুদ্দুস ভা-ারিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। লিখিত ভক্তব্যে বলেন, ভা-ারিয়া উপজেলার চিংগুরিয়া গ্রামের পোল্ডার ৩৯/২ সি এর বেড়িবাঁধের স্লইজগেটের জন্য ২০২১ সালে ডিএস ১৩ নির্মানের জন্য ভূমি অধিগ্রহণ করে ডিএস ১৩ এর নির্মান কাজ শুরু করে। স্লইজগেটের নির্মাণ যে প্লান দেখিয়ে ছিলো কিন্তুু ভৌত কাজের নির্মান করার সময় ওইভাবে নির্মান করা হয়নি। অধিগ্রহণের বাইরে নির্মান কাজ করার কারনে আমাদের বসত বাড়ী, পুকুর ও কবরস্থান হুমকির মুখে পড়েছে । পানির স্্েরাতে আমাদের বসতবাড়ী, পুকুর ও কবরস্থান  ভেঙে যাচ্ছে।
ভুক্তভোগী আব্দুল কুদ্দুস আরো বলেন, যখন স্লুইজ গেটের কাজ শুরু হয়েছে তখন উন্নয়নের কাজের স্বার্থে আমরা  নির্মান কাজে বাধা সৃষ্টি করিনি। আমরা অভিযোগ করলে সরেজমিন  উপস্থিত হয়ে সিএসই ফিল্ড ইঞ্জিনিয়ার, ফিল্ড সুপারভাইজার ঘটনাস্থলে না এসে তদন্ত রিপোর্ট দাখিল করে।
বসত বাড়ী, পুকুর ও কবরস্থান ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য পাইলিং বা স্থায়ী কোন ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয় সংবাদ সম্মেলনে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT