অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার অপহরনকারী গ্রেপ্তার অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার অপহরনকারী গ্রেপ্তার - ajkerparibartan.com
অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার অপহরনকারী গ্রেপ্তার

4:37 pm , July 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ অপহরনের তিনমাস পর অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে ও স্কুলছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নানা বাড়ি বেড়াতে যাওয়ার পথে গত ২৪ এপ্রিল সকালে সপ্তম শ্রেণি পড়–য়া ছাত্রী হাবিবা আক্তার শ্রাবনীকে (১৩) অপহরন করে নিয়ে যায় গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের হালিম খানের ছেলে দুই সন্তানের জনক ও চাচাতো দুলাভাই আরিফ খান ও তার সহযোগীরা। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মো. নাসির হোসেন জানান, স্কুলছাত্রীকে অপহরনের ঘটনায় তার বোন বাদী হয়ে মামলা দায়ের করেন। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জের দপ্তরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অপহরনকারীকে গ্রেফতার করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT