নগরীতে মহানগর বিএনপির শোক র‌্যালি নগরীতে মহানগর বিএনপির শোক র‌্যালি - ajkerparibartan.com
নগরীতে মহানগর বিএনপির শোক র‌্যালি

4:36 pm , July 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির কেন্দ্র ঘোষিত শান্তি পূর্ণ পদযাত্রা কর্মসূচি চলাকালে ছাত্রলীগ কর্তৃক লক্ষ্মিপুরে  কৃষকদল নেতা সজিব হোসেনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে বরিশালে শোকর‌্যালি করেছে মহানগর ও উত্তর জেলা বিএনপি।  গতকাল বৃহস্পতিবার বিকালে সদররোড দলীয় কার্যালয় থেকে বের হওয়া র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে শুরুরস্থলে শেষ হয়।
এর পূর্বে দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব  মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় শোক র‌্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, জিয়া উদ্দীন সিকদার, উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ।
বিএনপি নেতা নুরুল আলম ফরিদ, মহানগর শ্রমিকদলের আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান, বিএনপি নেতা আব্দুল হালিম খান প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT