পুলিশী বাঁধায় ভোলায় বিএনপির শোক র‌্যালি পুলিশী বাঁধায় ভোলায় বিএনপির শোক র‌্যালি - ajkerparibartan.com
পুলিশী বাঁধায় ভোলায় বিএনপির শোক র‌্যালি

4:35 pm , July 20, 2023

মো: আফজাল হোসেন, ভোলা ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় পুলিশী বাঁধার মধ্যেও বিএনপি শোকর‌্যালি করেছে।
গতকাল ২০ জুলাই দুপুর ২টায় শহরের মহাজনপট্টি দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালি বের হয় । জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর র‌্যালির নেতৃত্ব দেন। র‌্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। এ সময় শত শত নেতাকর্মীরা সরকারের বিরোধী স্লোগান দেয়। র‌্যালিটি বরিশাল দালানের সামনে আসলে পুলিশী বাঁধার মুখে পড়ে। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য গোলাম নবী আলমগীর, যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরন, হুমায়ুন কবির সোপান, সদস্য সচিব রাইসুল আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক খন্দকার আল আমিন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT