নলছিটি থানার ওসি-এসআই ও ইউপি সদস্যর বিরুদ্ধে সংবাদ সম্মেলন নলছিটি থানার ওসি-এসআই ও ইউপি সদস্যর বিরুদ্ধে সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
নলছিটি থানার ওসি-এসআই ও ইউপি সদস্যর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

4:34 pm , July 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নলছিটি থানার ওসি ও এসআইয়ের সহায়তায় এই ইউপি সদস্যর জমি দখল, হামলা-মিথ্যা অভিযোগে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে নগরীর বিআইপি গেট এলাকার বাসিন্দা শানাজ মুন্নি। স্বদেশ বিচিত্রার ক্রাইম রিপোর্টার পরিচয় দেয়া শাহানাজ মুন্নি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে জানান, নলছিটির তিমিরকাঠি এলাকায় জমি রয়েছে। উত্তরাধিকার সুত্রে পাওয়াসহ শাহনাজ মুন্নি ও তার দুই ভাইয়ের কেনা ১৯ শতাংশ জমি দখল করেছে ইউপি সদস্য হারুন খন্দকার। জমি দখলের পর তার পরিবারের সাত সদস্যর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করেছে। এ বিষয়টি জানতে চাইলে ইউপি সদস্য হারুনের পক্ষ হয়ে থানার এসআই তানজিল তার ভাইদের উপর হামলা চালিয়েছে। এমনকি থানায় নলছিটি থানার ওসি মু. আতাউর রহমান ও এসআই কাওসারের সামনে তার ভাই ও শাহানাজ মুন্নির উপর হামলা করেছে। পুলিশের সামনে ইউপি সদস্যর শ্যালক ও তার মামা ধর্ষনের হুমকি দিয়েছে। ওই ঘটনা ভিডিও করে পুলিশ সুপারকে দেয়া হয়। পুলিশ সুপার মামলা নেয়ার নির্দেশ দিলেও নেয়নি নলছিটি থানার ওসি আতাউর রহমান। গত ২২ জুন নণছিটি থানায় গিয়ে ওসিকে ফোন করলে অকথ্য ভাষায় গালি দেয়। থানায় এসে তাকে হাজতে ঢুকানোরও নির্দেশ দেয়। শাহনাজ মুন্নি অভিযোগ করেন, থানা থেকে বের হওয়ার পর এসআই কাওসারের নির্দেশে হারুন মেম্বর লোকজন নিয়ে তার ও বোনের উপর হামলা করেছে। শাহানাজ মুন্নি ঘটনার ন্যায় বিচার চেয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT