রোটারী ক্লাব অব বরিশালের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন কাজী মিরাজ রোটারী ক্লাব অব বরিশালের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন কাজী মিরাজ - ajkerparibartan.com
রোটারী ক্লাব অব বরিশালের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন কাজী মিরাজ

4:33 pm , July 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ রোটারী ক্লাব অব বরিশালের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন কাজী মিরাজ। গত বুধবার আনুষ্ঠানাকিভাবে কলার প্রদানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রেসিডেন্ট রিয়াজ উল কবির। নবনির্বাচিত প্রেসিডেন্ট বিদায়ী প্রেসিডেন্ট রিয়াজ উল কবিরকে ধন্যবাদ এবং ফুলেল শুভেচ্ছা জানান। নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, সবাইকে সাথে নিয়ে আগামী দিনে পথ চলতে হবে। রোটারীর মাধ্যমে মানবাধিকার সমুন্নত রাখা এবং অসহায় এবং দুস্থদের পাশে দাড়াতে হবে। এই নগরীর উন্নয়ন কাজে সকলে মিলে সম্পৃক্ত হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। সভায় সিদ্ধান্ত গৃহিত হয় যে, ডেঙ্গু রোগ প্রতিরোধ কল্পে খুব দ্রুত এই নগরীর অসহায় মানুষের মাঝে মশারী বিতরণ করা হবে। এছাড়া মৎস্য অবমুক্ত করন এবং আরো বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র রোটারিয়ান আবদুল হান্নান মল্লিক, মাহামুদুল হক খান মামুন, মাহতাব উদ্দিন আল মাহমুদ, জুয়েল শাহ কবির, জাকির হোসেন ভুলু, মামুন হাওলাদার, ইঞ্জিনিয়ার আবুল বাশার, বনি আমিন শরীফ, ইসমাইল হোসেন বাবুল, রোটারিয়ান মেহেদি হাসান সুমন, মো: শামীম, মাহিদ খান প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT