বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা - ajkerparibartan.com
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

4:33 pm , July 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ব্যক্তিমালিকানাধীন ছাত্রী নিবাসের একটি কক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে লাশটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রভোষ্ট জানিয়েছেন।
আত্মহননকারী ২২ বছর বয়সী শাহরিন রিভানা নামের ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের ১১ তম ব্যাচের শিক্ষার্থী। সে পিরোজপুরের সোহাগদল এলাকার বাসিন্দা আলতাফ মাসুম ইসলাম শাহীনের কন্যা। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশের মোল্লা বাড়ী এলাকার মোল্লা ভবনের মেসেচতুর্থ তলার একটি কক্ষে থাকতো রিভানা।
বৃহস্পতিবার ছাত্রীর লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. খোরশেদ আলম জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্নকাঠি আনন্দবাজার এলাকায় মোল্লা ছাত্রী নিবাসে থাকতো রিভানা। গত ১৬ জুলাই পরীক্ষায় অংশ নিয়েছে। এরপর থেকে ছাত্রীর কোন খোঁজ পায়নি পরিবার। বুধবার সন্ধ্যায় ছাত্রীর মা কন্যার সন্ধানে আসে। পরে ছাত্রী নিবাসের অন্যান্য ছাত্রীদের সহায়তায় কক্ষ খুলে কন্যাকে ঝুলন্ত অবস্থায় পেয়েছে।
প্রক্টর আরো জানান, রিভানা শরীর ফুলে উঠে পচন ধরেছে। দুর্গন্ধ বের হচ্ছে। লক্ষন দেখে বোঝা যাচ্ছে ১৬ জুলাইয়ের পর হয়তো দুর্ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধারের পর বিস্তারিত বলতে পারবো।
ঘটনাস্থলে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের এসআই মশিউর রহমান বলেন, ওই কক্ষে ছাত্রী একাই থাকতো। কক্ষের ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ধারনা করা হচ্ছে সোমবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। ডিপ্রেশনের কারনে সে আত্মহত্যা করেছে। প্রেম প্রতারনার বিষয়টি থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এসআই মশিউর আরো জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। বৃহস্পতিবার তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। পরে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
ছাত্রীর মা সাবরিনা পারভীন সাংবাদিকদের জানান, প্রায়ই মোবাইল বন্ধ রাখতো। দুই দিন আগে ফোনে কথা হয়েছিলো। তখন তাকে বলেছি ডাক্তার দেখাতে আসবো। তখন সে বলেছে ডাক্তার দেখিয়ে রুমে আসবে। তোমার সাথে বাড়ি যাব।
ডাক্তার দেখিয়ে এসে দেখি রুম আটকানো। ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পায়নি। বাসার মালিককে ডেকে দরজা ভেঙ্গে দেখি ঝুলে রয়েছে।
তার মায়ের দাবি একা এক রুমে থাকতো। তাই প্রায়ই ডিপ্রেশনে থাকতো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT