4:49 pm , July 19, 2023

পটুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালীর আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেনী কক্ষে পাঠদানের সময় পলেস্তারা খসে এক শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে সহকারী প্রধান শিক্ষিকা আতিকুন নাহার জানিয়েছেন। আহত স্কুল ছাত্র হলো- মো. নাজমুল (১২)। সে ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র। সহকারী প্রধান শিক্ষিকা আতিকুন নাহার বলেন, অনেক পুরাতন ভবনে ঝুকি নিয়ে পাঠদান করতে হচ্ছে। সপ্তম শ্রেনীর ক্লাস চলাকালে হঠাৎ করে শব্দ হয়। তখন দেখতে পেয়েছেন পলেস্তারা খসে নাজমুলের মাথার উপর পড়েছে। এতে রক্তাক্ত জখম হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানিয়েছেন সহকারী প্রধান শিক্ষিকা।