চরফ্যাসনে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা চরফ্যাসনে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা - ajkerparibartan.com
চরফ্যাসনে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

4:45 pm , July 19, 2023

চরফ্যাসন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাসনে জুয়াড়ী চক্রের হামলায় দুই পুলিশ সদস্য আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে চরফ্যাসন থানায় কর্মরত এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে এজাহার নামীয় ৮ জনসহ আরও অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে চরফ্যাসন থানায় মামলাটি দায়ের করেছেন। মঙ্গলবার সন্ধ্যার আগে ওমরপুর ইউনিয়নের কালাপানিয়া এলাকায় আসামী ছিনতাই ও হামলার ঘটনা ঘটেছে। এসময় দুই পুলিশ সদস্য এএসআই মো. রিয়াদ হাসান ও রাসেল আকন গুরুতর আহত হন। পরে অপর পুলিশ সদস্যরা আহত পুলিশ সদস্যদেরকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। মামলা সুত্রে জানাযায়, চরফ্যাসন থানায় কর্মরত এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম মঙ্গলবার সন্ধ্যার আগে ওমরপুর ইউনিয়নে মাদক বিরোধী ও জুয়াড়ী অভিযানে যান। পুলিশ সদস্যরা ওই ইউনিয়নের কালাপানিয়া এলাকায় গেলে  জুয়াড়ী চক্রের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে মাছের খামারের টং ঘর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ সদস্যরা জুয়াড়ী শাকিল, আলী আকবর, মোঃ রায়হান ও নুরে আলমকে আটক করেন। এসময় অপর আসামীরা পুলিশের কাছ থেকে আসামীদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এতে পুলিশ সদস্যরা বাধা দিলে ক্ষিপ্ত জুয়াড়ী চক্রের সদস্যরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে  এএসআই মো. রিয়াদ হাসান ও রাসেল আকন গুরুতর আহত হন।
মামলার বাদী এসআই সাইফুল ইসলাম জানান, তার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম মাদক ও জুয়াড়ী অভিযানে গিয়ে ৪ যুবককে আটক করেন। এসময় জুয়াড়ী চক্রের সদস্যরা পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের চেষ্টা চালান। পুলিশ সদস্যরা বাধা দিলে ওই জুয়াড়ী চক্র সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অর্তকিত হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে রাতে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়।
চরফ্যাসন থানার ওসি মুহাম্মদ মোরাদ হোসেন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামীদেরকে গতকাল বুধবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT