বাউফলে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আটক ৩ বাউফলে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আটক ৩ - ajkerparibartan.com
বাউফলে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আটক ৩

4:43 pm , July 19, 2023

বাউফল প্রতিবেদক ॥ বাউফলে লঞ্চ থেকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন উপজেলার চিহিৃত মাদক বিক্রেতা। বুধবার ভোরে ঢাকা থেকে কালাইয়াগামী এমভি ঈগল-৪ লঞ্চ থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছেন। আটককৃতরা হলো- বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কোর্টপাড় গ্রামের বাসিন্দা মোঃ মজিদ মৃধার ছেলে মনির মৃধা (৩৮), একই উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠি গ্রামের বাসিন্দা মো. শহিদ মিয়ার ছেলে হাসান মিয়া (২৬) ও পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের মৃত রশিদ গাজীর মেয়ে তানিয়া আক্তার (২০)। বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদ নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেন। ওসি মিজানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন ঢাকা সদর ঘাট থেকে ছেড়ে আসা এমভি ঈগল-৪ নামে একটি যাত্রীবাহী দোতালা লঞ্চে এক নারীসহ দুই ব্যক্তি বিপুল পরিমাণ গাঁজা বহন করছেন। তারা বাউফলের ধুলিয়া লঞ্চ ঘাটে নামবেন। পরে বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদের নেতৃত্ব একদল পুলিশ মঙ্গলবার মধ্য রাতে ধুলিয়া লঞ্চ ঘাটে গিয়ে অবস্থান নেন। ভোর সাড়ে ৪টার দিকে লঞ্চটি ধুলিয়া পন্টুনে ঘাটে ভিড়লে তাতে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়। বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। গাঁজাগুলো তারা ঢাকা থেকে বহন করে বাউফলের কালাইয়া জনৈক এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে আসছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT