গৌরনদীর মানবপাচারকারী চক্রের হোতা পরিবারের বিরুদ্ধে চারটি মামলা গৌরনদীর মানবপাচারকারী চক্রের হোতা পরিবারের বিরুদ্ধে চারটি মামলা - ajkerparibartan.com
গৌরনদীর মানবপাচারকারী চক্রের হোতা পরিবারের বিরুদ্ধে চারটি মামলা

4:42 pm , July 19, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ পাচারকারী চক্রের খপ্পড়ে পড়া স্বামীকে মুক্ত করতে কয়েক লাখ টাকা মুক্তিপন কোন হদিস পাচ্ছে না স্ত্রী। পাঁচারকারী চক্রের হোতা গৌরনদীর মেদাকুল এলাকার বাসিন্দা যুবক, তার মা-বাবা ও বোনের বিরুদ্ধে আরো একটি মামলা করেছে স্ত্রী। এর আগেও এ পরিবারের বিরুদ্ধে আরো তিনটি মামলা হয়েছে বরিশাল মানব পাচার ট্রাইব্যুনালে। চতুর্থ এই মামলাটি করেছে গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের বাসিন্দা শিল্পি বেগম। আসামীরা হলো একই এলাকার গ্রীস প্রবাসী রেজাউল সরদার, তার বাবা আয়নাল সর্দার, মা রাশিদা বেগম ও বোন তানিয়া। মানব পাচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুর হোসেন এ মামলাটিও তদন্ত করে গৌরনদী মডেল থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেণ। মামলার বরাতে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, শিল্পি বেগমের স্বামী কেরামত হাওলাদারকে গ্রীসে ভালো বেতনে চাকুরির প্রলোভন দেয় রেজাউল সরদার। এই জন্য তার কাছ থেকে রেজাউলের মা, বাবা ও বোন ১২ লাখ টাকা নেয়। ২০২২ সালের ৬ অক্টোবর ভারত থেকে দুবাই হয়ে ইরানে একটি ঘরে নিয়ে আটক করে। সেখানে রেজাউলসহ মানবপাচারকারী চক্র কেরামতের উপর অমানুষিক নির্যাতন করে। নির্যাতনের শিকার হয়ে এক পর্যায়ে কেরামত চলাচলে অক্ষম হয়ে পড়ে। তখন মুক্তিপন হিসেবে বিভিন্ন মাধ্যমে ও নগদ আরো ১৩ লাখ টাকা নেয়। এরপর থেকে কেরামতের সাথে কোন যোগাযোগ নেই। রেজাউল ও তার পরিবার গৌরনদীর মেদাকুলসহ আশেপাশের এলাকা থেকে অর্ধশত পরিবারের যুবকদের ইটালী, গ্রীসসহ ইউরোপের বিভিন্ন দেশে নেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে বিভিন্ন দেশে নিয়ে নির্যাতন করে মুক্তিপন নিয়েছে। অধিকাংশের কোন হদিস নেই। এই অভিযোগ এনে মানব পাচার ট্রাইব্যুনালে ওই পরিবারটির বিরুদ্ধে পৃথক চারটি মামলা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT