4:40 pm , July 19, 2023

পরিবর্তন ডেস্ক ॥ বরিশালের একসময়ের তুখোর ছাত্রলীগ নেত্রী মোর্শেদা বেগম লিপিকে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। এজন্য বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অনেকেই কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতি।
মোর্শেদা বেগম লিপি ছাত্রজীবন থেকেই বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি বরিশালের ফকির বাড়ি রোডের বীর মুক্তিযোদ্ধা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম হেমায়েত উদ্দীন আহমেদ-এর একমাত্র কন্যা। তারা তিন ভাইবোন। বড় ভাই প্রকৌশলী মনজুর মোর্শেদ এবং ছোট ভাই মাহবুব মোর্শেদ শামীম স্থানীয় আওয়ামী লীগ নেতা, ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশ হেমায়েতউদ্দিন ডায়াবেটিস হাসপাতালের সম্পাদক ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য।
লিপি বর্তমানে ঢাকায় বসবাস করেন এবং সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্য। লিপি ১৯৮১ সালে বরিশাল মহিলা কলেজ-এর ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯২ সালে বরিশাল জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক এবং ১৯৯৩ সালে বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০০৩ সালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০১৪ সালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৩ সালে মোর্শেদা বেগম লিপিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত করেছেন।