4:39 pm , July 18, 2023

ভোলা অফিস ॥ ভোলায় শান্তি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেস্টা তোফায়েল আহমেদ এমপি শোভাযাত্রার নেতৃত্ব দেন। সকালে শহরের বাংলাস্কুল মোরস্থ্য দলীয় কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগ এর শান্তি শোভাযাত্রার উদ্বোধন করেন তোফায়েল আহমেদ এমপি। এ সময় তিনি বলেন,বিএনপি অনেক ষড়যন্ত্র করবে। তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মইনুল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন ও পৌর মেয়র জেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। পরে তার নেতৃত্বে হাজারো নেতাকর্মীদের অংশগ্রহনে বের হয় শান্তি শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের সদর রোড,মহাজনপট্রি নতুন বাজার হয়ে একই স্থানে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।