নগরী থেকে ১০ বছর পূর্বে আটক মাদক বিক্রেতার দুই বছরের কারাদন্ড নগরী থেকে ১০ বছর পূর্বে আটক মাদক বিক্রেতার দুই বছরের কারাদন্ড - ajkerparibartan.com
নগরী থেকে ১০ বছর পূর্বে আটক মাদক বিক্রেতার দুই বছরের কারাদন্ড

4:39 pm , July 18, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে ১০ বছর পূর্বে ফেন্সিডিলসহ আটক মাদক বিক্রেতাকে দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে। পাশাপাশি দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাসের কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ রায় দেন। দ-িত সোহাগ সিকদার রুপাতলী উকিলবাড়ী সড়কের আমির আলী সিকদারের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী মো. হারুন অর রশিদ জানিয়েছেন, ২০১৩ সালের ৯ এপ্রিল এসআই কামালউদ্দিন নগরীর রুপাতলী এলাকায় টহল ডিউটিতে ছিলেন। গভীর রাতে সন্দেহজনক গতিবিধির কারনে সোহাগকে আটক করেন। পরে তার কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ সোহাগকে আটক করে। এ ঘটনায় এসআই কামালউদ্দিন বাদী হয়ে মামলা করে। কোতয়ালী মডেল থানার এসআই বৈচি বিশ্বাস ১৫ মে সোহাগকে অভিযুক্ত করে চার্জশীট জমা দেয়। বিচারক ১৩ জনের মধ্যে ৫ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT