4:37 pm , July 18, 2023

দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায় সংবাদ প্রকাশের পর
বিশেষ প্রতিবেদক ॥ দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায় সংবাদ প্রকাশের পর এআর খান স্কুল সড়ক সংষ্কারের আশ্বাস দিয়েছেন সদর আসনের এমপি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সংবাদে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চেয়ারম্যান বলছিলেন ‘খাল খননের কারণে এই সড়কের বেহাল দশা হয়েছে। আশাকরি বরিশাল সদর আসনের এমপি ব্যবস্থা নেবেন। পত্রিকার সংবাদ ও চেয়ারম্যান ছবির এই বক্তব্যকে গুরুত্ব দিয়ে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরাইচা দিনারের পুল এআর খান স্কুল সড়কটি দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেন, মনিরুল ইসলাম ছবি আজ পর্যন্ত আমার কাছে কোনো বিষয় বলেননি বা চাননি। এই প্রথম অভিযোগ করে হলেও তিনি কিছু চেয়েছেন তা আমি আজকের পরিবর্তনের মাধ্যমে জানতে পেরেছি। এ রকম জনহিতকর যেকোনো বিষয়ে তিনি সবসময় তাৎক্ষণিক সাড়া দেবেন জানিয়ে সংবাদকর্মীদের সংবাদটি তুলে ধরার জন্য ধন্যবাদ জানান।
তার নির্দেশে মঙ্গলবার দুপুরে চরকাউয়া দিনারের পুল এআর খান স্কুল সড়ক পরিদর্শন করে খাল খনন ও ভাঙ্গা সড়ক নিয়ে কীভাবে কি করবেন তা আলোচনা করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন, সদর উপজেলা প্রকৌশলী সৈয়দ মাঈনুল মাহমুদ, উপজেলা সহকারী প্রকৌশলী সজল খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এর এপিএস মাহিদুর রহমান মাহাদ। তাদেরকে সড়কের বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখান স্থানীয় চরকাউয়া ইউনিয়ন পরিষদের ৪ ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির মোল্লা ও মোস্তাফিজুর রহমান নান্টু।
পরিদর্শন শেষে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন এমপি সদর আসনের এমপি জাহিদ ফারুক। এ কারণে এ আর খান স্কুল সড়ক ও খালটি পরিদর্শনের জন্য এসেছি আমরা। আমার সাথে পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডি ইঞ্জিনিয়াররাও এসেছেন। করণীয় পদক্ষেপ হিসেবে আপাতত গর্ত ও ভাঙ্গা অংশ সংস্কার করে সড়কটি জনসাধারণের চলাচলের উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডি যৌথভাবে এ কাজ সম্পন্ন করবেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। উল্লেখ্য গত সোমবার দৈনিক আজকের পরিবর্তনে ‘জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের চলাচল এআর খান স্কুল সড়কে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।