4:34 pm , July 18, 2023
পদযাত্রা কর্মসূচিতে বললেন বিএনপি নেতারা
বিশেষ প্রতিবেদক ॥ শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রতিশ্রুতি নিয়ে বরিশালে পদযাত্রা পূর্ব সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার বেলা ১১ টায় বরিশালে পৃথক দুটি পদযাত্রা করেন নেতৃবৃন্দ। বরিশাল মহানগর ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউনহল থেকে রূপাতলী বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এদিকে দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা কাশিপুর চৌমাথা থেকে অশ্বিনী কুমার হল পর্যন্ত পদযাত্রা করেন। এতে নেতৃত্ব দেন দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। পদযাত্রাকে কেন্দ্র করে পৃথক পৃথক সংক্ষিপ্ত সভা করেন নেতাকর্মীরা। একই দাবীতে গণসংহতি আন্দোলন ও গণতন্ত্র মঞ্চের বরিশাল জেলার উদ্যোগে পদযাত্রা ও সভা হয়েছে।মহানগর ও উত্তর জেলা বিএনপির কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু, সাবেক এমপি মেজবাহ উদ্দীন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ।দক্ষিণ জেলা বিএনপির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন প্রমুখ।বরকত উল্লাহ ভুলু বলেন, দেশে গণতন্ত্র নেই। এই অবৈধ সরকার বিচার বিভাগ, আইন বিভাগকে ধ্বংস করেছে। অবৈধভাবে সম্পদ অর্জন করে বিদেশে বাড়ি-গাড়ি করেছে। তাই দেশের মানুষের মুক্তির জন্য একদফা আন্দোলনে জনস্রোত বইছে। বুলু আরো বলেন, এই সংসদ অকার্যকর হয়ে পড়েছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। দাবী আদায় হলে বিএনপি সবাইকে নিয়ে সরকার গঠন করবে এবং দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ গঠন করবে।বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, এই সরকারে অধীনে কোনোদিনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা এক দফা দাবি সরকারের পদত্যাগে রাজপথে নেমেছি। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।