বরিশাল সড়ক অঞ্চলে সাড়ে ১১শ কোটি টাকা ব্যয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির শতভাগ বাস্তবায়ন বরিশাল সড়ক অঞ্চলে সাড়ে ১১শ কোটি টাকা ব্যয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির শতভাগ বাস্তবায়ন - ajkerparibartan.com
বরিশাল সড়ক অঞ্চলে সাড়ে ১১শ কোটি টাকা ব্যয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির শতভাগ বাস্তবায়ন

4:33 pm , July 18, 2023

বিশেষ প্রতিবেদক ॥ সড়ক ও জনপথ অধিদপ্তর বরিশাল অঞ্চলে গত অর্থ বছরে প্রায় সাড়ে ১১শ কোটি টাকা ব্যয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৮টি প্রকল্পের শতভাগ কাজ সম্পন্ন করেছে। নতুন ও চলমান এসব প্রকল্পের আর্থিক অগ্রগতিও শতভাগ বলে জানা গেছে। সম্পূর্ণ দেশীয় তহবিলে প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে এ অঞ্চলের সড়ক যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধিত হচ্ছে বলে সড়ক অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জানিয়েছেন।
প্রকল্পগুলোর অনুকুলে গত অর্থ বছরে ১ হাজার ৩২৮ কোটি ১০ লাখ টাকা বরাদ্দের বিপরীতে সড়ক ও সেতু মন্ত্রণালয় থেকে ১ হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা ছাড় করা হয়। যার পুরোটাই ব্যয় ও বাস্তব অবকাঠামো নির্মান সম্পন্ন হয়েছে। ৮টি প্রকল্পের আর্থিক ও ভৌত আবকাঠামো খাতে অগ্রগতির হার ৯৯.৯৯% বলে জানা গেছে। সদ্য সমাপ্ত অর্থ বছরে সড়ক ও সেতু মন্ত্রণালয় বরিশাল জোনের বরিশালÑলক্ষ্মীপাশা-দুমকী জেলা মহাসড়কের ১৪তম কিলোমিটারের রাঙ্গামাটি নদীর ওপর গোমা সেতু নির্মানে চলমান প্রকল্পের ব্যয় বরাদ্দের পুরো অর্থের বিপরীতে  পূর্তকাজ সম্পন্ন করেছে। ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা জাতীয় মহাসড়কটি ৪ লেনে উন্নীত করনের ভূমি অধিগ্রহণ কাজের বিপরীতে ছাড়কৃত অর্থ জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অনুকুলে প্রদান করা হয়েছে। বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক ও বরিশাল-টুমচর-বাউফল জেলা মহাসড়ক দুটি যথাযথ মান ও  প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের বিপরীতে ছাড়কৃত পুরো অর্থ ব্যয় সহ অবকাঠামো উন্নয়ন সম্পন্ন হয়েছে। এছাড়া লেবুখালী-রামপুর-মির্জাগঞ্জ সংযোগ সড়ক নির্মান, ভোলা-চরফ্যাশন/চরমানিকা আঞ্চলিক মহাসড়কটির উন্নয়ন প্রকল্প ও চরখালী-তুষখালী-মঠবাড়ীয়া-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের জরাজীর্ণ ও অপ্রশস্ত বেইলী সেতু পরিবর্তন করে পিসি গার্ডার সেতু ও বক্স কালভার্ট  নির্মান প্রকল্পগুলো ছাড়কৃত অর্থের বিপরীতে বাস্তবায়ন সম্ভব হয়েছে। অপরদিকে বরিশাল-ফরিদপুরÑঢাকা জাতীয় মহাসড়কের সুগন্ধা নদীর ভাঙ্গন থেকে ‘বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেত’ু রক্ষায় প্রায় পৌনে ৪ কিলোমিটার  নদী তীরে স্থায়ী রক্ষাপ্রদ প্রকল্পের বিপরীতে ছাড়কৃত অর্থের বিপরীতে পূর্তকাজ সম্পন্ন হয়েছে। সড়ক অধিদপ্তরের মতে, সম্পূর্ণ দেশীয় তহবিলে বরিশাল সড়ক জোনে ৮টি প্রকল্পের বিপরীতে সাড়ে ১১শ কোটি টাকা ব্যয় সহ এর বিপরীতে পূর্ত কাজ সমূহ সম্পন্ন হয়েছে। চলতি অর্থ বছরে বরিশাল সড়ক অঞ্চলে নতুন ও চলমান প্রকল্পগুলোর ভৌত অবকাঠামোর কাজ অব্যাহত রয়েছে। প্রতিটি কাজের মান নিয়ন্ত্রনে বরিশাল সড়ক জোন ও সার্কেল থেকে নিয়মিত যথাযথ পর্যবেক্ষন ও নজরদারী অব্যাহত রয়েছে। কোন প্রকল্পের কাজের মান নিয়ে আপোষ করা হচ্ছে না বলে জানিয়েছেন বরিশাল সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম আজাদ রহমান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT