আলিমাবাদে নৌকার প্রার্থী বিজয়ী আলিমাবাদে নৌকার প্রার্থী বিজয়ী - ajkerparibartan.com
আলিমাবাদে নৌকার প্রার্থী বিজয়ী

4:31 pm , July 18, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার প্রতীকের প্রার্থী মোঃ ইমরান হোসেন বাপ্পী বিজয়ী হয়েছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৫ হাজার ৯৪৮ ভোট, আর তার নিকটতম ঘোড়া প্রতীকের প্রার্থী বাবুল বয়াতী পেয়েছেন ৩ হাজার ৫৭৮ ভোট। বরিশাল জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, আলিমাবাদ ইউনিয়ন এই ইউনিয়নে ভোটার রয়েছে ১৬ হাজার ৬০০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৪০০ ও নারী ভোটার ৮ হাজার ২০০ জন। নির্বাচনে এ ইউনিয়নের ৯টি কেন্দ্রে পুলিশ, বিজিবি, আনসার ও র?্যাবের সদ্যসদ্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করেছেন। সুষ্ঠু নির্বাচনের লক্ষে যা যা করা প্রয়োজন ছিলো তাই করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুননবী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT