4:17 pm , July 18, 2023

বিশেষ প্রতিবেদক ॥ ভোলার গ্যাস ঢাকায় সরবরাহের চুক্তি বাতিল করে দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবী জানিয়ে নগরীতে পদযাত্রা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছে দক্ষিণাঞ্চলে ভোলার গ্যাস রক্ষা নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ। এসময় বরিশাল বিভাগের দলমত নির্বিশেষে আপমর সাধারণ মানুষ এবং নগর চিন্তাবিদদের অনেকেই এই দাবীর সাথে ঐক্যমত পোষন করে সাথী হয়েছেন।
১৮ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউনহলের সামনে জড়ো হয়ে দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির নেতৃবৃন্দ প্রথমে পথসভা করেন। পথসভায় বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের জনগণকে বঞ্চিত করে ভোলার গ্যাস ঢাকায় সরবরাহ করার চুক্তি বাতিল ও অগ্রাধিকারের ভিত্তিতে ভোলাসহ বরিশাল বিভাগের শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে গ্যাস সংযোগ আমাদের ন্যায্য অধিকার।
এতে সভাপতিত্ব করেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন বরিশাল জেলা শাখার আহবায়ক অধ্যাপক শাহ আজিজ খোকন। বক্তব্য রাখেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের সমন্বয়কারী ও বরিশাল জেলা শাখার সদস্য সচিব মনীষা চক্রবর্তী, কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, জাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব আবুল কালাম আজাদ বাদল, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, ক্রীড়াবিদ শফিউল আলম, বরিশালের নাগরিক আন্দোলনের অন্যতম কর্মী ও বরিশাল সাহিত্য সংসদ এর সভাপতি কাজী মিজানুর রহমান সহ আরো অনেকে।
বক্তারা বলেন, ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহার না করে ঢাকা,গাজীপুর, আশুলিয়া, ময়মনসিংহে সরবরাহের জন্য সরকার ইন্ট্রাকোর সাথে যে চুক্তি করেছে তা গণবিরোধী ও দক্ষিণাঞ্চলের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা। বক্তারা অবিলম্বে এই চুক্তি বাতিল করে অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস ভোলাসহ দক্ষিণাঞ্চলের জনগণের উন্নয়নে শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে সংযোগ দেয়ার দাবি জানান।
সমাবেশ শেষে একটি পদযাত্রা নগরীর অশ্বিনী কুমার হল থেকে চার কিলোমিটার সড়ক অতিক্রম করে বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে নাগরিক আন্দোলনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর
মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।