ভোলায় পুলিশী বাঁধা উপেক্ষা করে বিএনপির পদযাত্রা ভোলায় পুলিশী বাঁধা উপেক্ষা করে বিএনপির পদযাত্রা - ajkerparibartan.com
ভোলায় পুলিশী বাঁধা উপেক্ষা করে বিএনপির পদযাত্রা

4:15 pm , July 18, 2023

মো: আফজাল হোসেন, ,ভোলা ॥ ভোলায় পুলিশী বাঁধা উপেক্ষা করে বিএনপি পদযাত্রা করেছে। একদফা একদাবী শেখ হাসিনা কবে যাবি এমনো হাজারো মানুষের স্লোগানে মুখরিত হয় ভোলার রাজপথ। বেলা ১২টায় শহরের মহাজপট্রিস্থ্য জেলা বিএনপির কার্যালয় থেকে পদযাত্রাটি শুরু হয়। এর আগে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশের সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর। বক্তব্য রাখেন, যুগ্ন-আহবায়ক শফিউর রহমান কিরন, সদস্য সচিব রাইসুল আলম, হারুন অর রশিদ ট্রুমেন, হুমায়ুন কবির সোপানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মিরা। পরে পদযাত্রাটি শুরুতেই শীষ মহলের সামনে পুলিশী বাঁধায় পরে পদযাত্রাটি। পরে বিএনপির নেতাকর্মীদের চাঁপে পিছু হটে পুলিশ। তবে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে শহরের সদর রোড, বাংলাস্কুল মোড়, উকিল পাড়া হয়ে জুগির ঘোল গিয়ে পদযাত্রাটি শেষ হয়। এ সময় মিছিলকারীরা খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের পদত্যাগসহ নানান ধরনের স্লোগানে মুখরিত হয়ে উঠে ভোলার রাজপথ। বহু বছর পর ভোলায় বিএনপি মিছিল নিয়ে বাংলাস্কুল মোড় পার হয়ে জুগির ঘোল গিয়েছে। বাংলাস্কুল মোড়ে আওয়ামী লীগ এর দলীয় কার্যালয় থাকায় পুলিশ নিরাপত্তার কারনে মিছিল শহরের বরিশাল দালান এলাকায় আসলেই থামিয়ে দিততো। হাজার হাজার মানুষের অংশ গ্রহনের মিছিলপূর্বক সমাবেশে নেতাকর্মীরা বলেন, খালেদা জিয়ার মুক্তিসহ সকল দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তবে একদফা দাবী সরকার পতন না করে ঘরে না ফিরার ঘোষনা দেয় এই সমাবেশ থেকে বিএনপির দলীয় নেতাকর্মীরা। জেলা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা অংশগ্রহন করে।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT