ববিতে ৫০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন ববিতে ৫০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন - ajkerparibartan.com
ববিতে ৫০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন

4:26 pm , July 17, 2023

খবর বিজ্ঞপ্তি ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১ টায় বিশ^বিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৫০ কোটি ৫৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়। বাজেট উত্থাপন করেন বরিশাল বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।বাজেট পরিচালন ও আর্থিক নিয়মাচার পরিপালন ২০২৩-২৪ বিষয়ের উপর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় উপাচার্য বাজেট বাস্তবায়নে সকলকে আন্তরিক হওয়া এবং বিশ^বিদ্যালয়ের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে কৃচ্ছ্রসাধনসহ অপ্রয়োজনীয় ব্যয় রোধ ও এবিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাবলি মেনে চলতে বিশ^বিদ্যালয়ের সকলের প্রতি আহবান জানান। বাজেট আলোচনায় ট্রেজারার  বাজেটের নানা দিক তুলে ধরে এবিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক সুব্রত কুমার বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট উপস্থাপন অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রধান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীরাসহ অর্থ ও হিসাব শাখার অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT