উজিরপুরে তরুনী ধর্ষন ও ভিডিও চিত্র ধারনের অভিযোগে মামলা উজিরপুরে তরুনী ধর্ষন ও ভিডিও চিত্র ধারনের অভিযোগে মামলা - ajkerparibartan.com
উজিরপুরে তরুনী ধর্ষন ও ভিডিও চিত্র ধারনের অভিযোগে মামলা

4:25 pm , July 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুরের এক তরুনীকে ধর্ষন ও ভিডিও চিত্র ধারনের অভিযোগে মামলা হয়েছে। সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে ওই তরুনী। বিচারক ইয়ারব হোসেন অভিযোগ তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার আসামী ইয়াকুব হাওলাদার গৌরনদী উপজেলার শহাজিরা এলাকার কালা ফরিদ হাওলাদারের ছেলে। মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, তরুনীকে উত্যক্ত করতো ইয়াকুব। গত ২৫ জুন রাত ১২ টায় ইয়াকুব তরুনীর ঘরে প্রবেশ করে ধর্ষন করে। এতে তরুনী অজ্ঞান হলে ভিডিও চিত্র ধারন করে। জ্ঞান ফিরে বিষয়টি টের পেলে তরুনী ডাক-চিৎকার দেয়। তখন ইয়াকুব পালিয়ে যায়। পরে ইয়াকুব এ ঘটনায় মামলা না করার হুমকি দেয়। মামলা করাসহ বিষয়টি প্রকাশ করলে ভিডিও নেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। এ ঘটনায় থানায় মামলা করে ব্যর্থ হয়ে আদালতে মামলা করেছে তরুনী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT