4:24 pm , July 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ইটালী নেয়ার কথা বলে কয়েকটি পরিবারের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মামলা হয়েছে। সোমবার বরিশাল মানব পাচার ট্রাইব্যুনালে মামলা করা হয়। বিচারক মামলা গৌরনদী মডেল থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী হলেন গৌরনদী উপজেলার পশ্চিম সমরসিংহ এলাকার বাসিন্দা জলিল সরদার। আসামীরা হলো- একই এলাকার বাসিন্দা গ্রীস প্রবাসী রেজাউল সরদার, তার বাবা আয়নাল সরদার, মা রাশিদা বেগম ও বোন তানিয়া।
মামলায় বাদী অভিযোগ করেন , গ্রীস প্রবাসী রেজাউল ইটালী নেয়ার কথা বলে গ্রামের বেশ কয়েকটি পরিবারের কাছ থেকে ১২ লাখ টাকা করে নেয়। পরবর্তীতে তাদের ভারত থেকে দুবাই, ইরান হয়ে তুরস্ক নেয়। সেখানে নিয়ে সকলকে জিম্মি করে নির্যাতন করে। নির্মম নির্যাতনের ভিডিও পাঠিয়ে দিয়ে প্রত্যেকের জন্য ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। টাকা না দিলে খুন ও হত্যার হুমকি দেয়। এর মধ্যে দুই জন বিভিন্নভাবে সাত লাখ টাকা দিয়ে দেশে ফিরে আসে। অন্যান্যরা বেঁচে আছে কিনা জানেন না বলে বাদী উল্লেখ করেছেন।