পদযাত্রা সফল করতে বিএনপির লিফলেট বিতরণ পদযাত্রা সফল করতে বিএনপির লিফলেট বিতরণ - ajkerparibartan.com
পদযাত্রা সফল করতে বিএনপির লিফলেট বিতরণ

4:23 pm , July 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আজ বিএনপির এক দফা দাবী আদায়ে পদযাত্রা কর্মসুচী। কর্মসুচী সফল করতে নগরীতে লিফলেট বিতরন করা হয়েছে। জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ লিফলেট বিতরনকালে পদযাত্রা সফল করা ও সাধারণ মানুষকে সামিল হওয়ার আহবান জানিয়েছেন। সোমবার সকাল থেকে দিনভর নগরীর বিভিন্ন সড়কের পথচারি ও ব্যবসায়ীদের মাঝে পৃথকভাবে লিফলেট বিতরণ করেছেন বরিশাল মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দরা।
মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একইদিন পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT