ভান্ডারিয়া পৌরসভার নির্বাচনে ইভিএমে ভোটারদের চরম ভোগান্তি ভান্ডারিয়া পৌরসভার নির্বাচনে ইভিএমে ভোটারদের চরম ভোগান্তি - ajkerparibartan.com
ভান্ডারিয়া পৌরসভার নির্বাচনে ইভিএমে ভোটারদের চরম ভোগান্তি

4:20 pm , July 17, 2023

মো. তরিকুল ইসলাম, ভা-ারিয়া ॥ ভান্ডারিয়া পৌরসভা প্রথম নির্বাচনে স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে, প্রথম ইলেট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতির কারণে ভোটাররা চরম ভোগান্তির শিকার হয়েছেন । ভোট কেন্দ্রে আসা শত শত নারী ভোটাররা এমনই অভিযোগ করেছেন। তবে কোথাও নির্বাচনী অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শহরের সাত নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভা-ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার গৃহবধূ ঝুমা বিনতে ফোরকান বলেন, প্রথম ইভিএমএ ভোট দিতে বিপাকে পড়েছি। সকাল সাড়ে সাতটায় ভোট দিতে লাইনে দাড়িয়েছি। দুপুর সাড়ে বারোটার পর ভোট দিতে পেরেছি। ইভিএমএ ভোটগ্রহণের গতি কম। ইন্টারনেট গতি কম থাকায় ভোটারদের ভোগান্তি হয়েছে। ৭৮ নম্বর বড় কানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ৮০ নম্বর দক্ষিণ গাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ৭২ নম্বর উত্তর-পূর্ব ভা-ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সিসি ক্যামেরার নির্বাচনের আগের রাতে কে বা কারা বিচ্ছিন্ন করে রাখে। পরে কর্তৃপক্ষভোট গ্রহণের আগে তা সংযোগ করে। এছাড়া একটি ভোট কেন্দ্র দুইটি ইভিএম মেশিন হঠাৎ অকেজো হয়ে পড়লে ওই কেন্দ্রের ভোট গ্রহণে সাময়িক বিলম্ব হয়। পরে তা ঠিক হয়ে যায়। সোমবার ভাান্ডরিয়ার ৯টি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা গঠনের পর এই প্রধমবার ভোটাররা সরাসরি ভোট প্রদান করছেন। নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন সাবেক পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: ফাইজুর রশিদ খসরু ও জাতীয়পার্টি জেপি (মঞ্জু) দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বাই সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন মো. মহিবুল হোসেন মাহিম। দুই প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীদের কারণে এ নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সরেজমিনে কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখো গেছে, সকাল সাতটার মধ্যে ভোটারগণ কেন্দ্রের বাইরে সুশৃংখলভাবে দাড়িয়েছেন। শহরের ১ নম্বর ওয়ার্ডের বিহারী লাল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ভোটারদের দীর্ঘ সাড়ি। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি বেশী ছিল।
৭৮ নম্বর বড় কানুয়া সরকারি প্রাথমিক বিদ্যাল ভোট কেন্দ্রের ভোটার গৃহবধূ মাহফুজা আক্তার জানান, ইভিএম ভোট দিতে বিলম্ব হওয়ায় লাইনে দাড়িয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ ভোট না দিয়ে বাড়িতে ফিরে গেছেন।
গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে রুমা বেগম তার ৪ বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে ভোট দিতে এসে চার ঘন্টা লাইনে দাড়িয়ে ছিলেন। এতে তার শিশু সন্তান মিজানুর অসুস্থ হয়ে পড়ে। এক আনসার সদস্য সহায়তায় শিশুটির প্রাথমিক চিকিৎসাদেয়া হয়।
ওই কেন্দ্রে শতবর্শী নারী মারুফা বেগম নাতীর সঙ্গে ভোট দিতে এসে তিন ঘন্টা অপেক্ষার পরে ভোট প্রদান করে বলেন, এর আগে অনেক বড় বড় নেতারে ভোট দিছি। তয় আইজ( আজ) মেশিনে ভোট জীবনে প্রথম দিছি।
দক্ষিণ ভা-ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা বরিশাল বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী নূসরাত জাহান স্বর্ণা বলেন জীবনে প্রথম ভোট দিতে এতে আমি খুবই আনন্দিত।
নারী ভোটার ঝর্ণা রাণী (৫৫) বলেন, এবারই নতুন পৌরসভায় প্রথম ভোট দিয়েছি। ইভিএমএ পদ্ধতিতেও প্রথম ভোট দিতে কিছুটা বিলম্ব হলেও আমার কোন অসুবিধা হয় নাই।
৭২ নম্বর উত্তর-পূর্ব ভা-ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো.রেজাউল করিম জানান, সকালে ২টি কক্ষের ইভিএম মেশিনে ত্রুটি দেখা দিলে ভোট গ্রহণে কিছুটা বিলম্ব হয়। তখনভোটারদের দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায়।
সকাল সাড়ে আটার দিকে শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের মজিদা বেগম মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন গৃহবধূ নাসিমা আক্তার( ৩৭) , ইভিএমএ ভোট দিছি প্রথম। আবার পৌরসভার ভোটও প্রথম । সহজেই ভোট দিতে পারছি। ভালো লাগছে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. নজরুল ইসলাম জানান, এ কেন্দ্রের ভোটারসংখ্যা ১,৮৪০ জন। পুরুষ ৯২৩ ও নারী ভোটার ৯১৭ । সকাল সাড়ে নয়টার দিকে ১৬২জন ভোটার প্রদান করেছেন। মহিলা ভোটারদের উপস্থিতি বেশী।
জেপি প্রার্থী মাহিবুল হোসেন মাহিম অভিযোগ করেন, আ.লীগ প্রার্থী শুরু থেকে নির্বাচনে প্রভাব বিস্তার করে আচরণবিধি ভঙ্গ করেছেন। আমার কোনো অভিযোগ প্রশাসন আমলে নেয়নি। এমনকি নৌকার প্রার্থী বহিরাগত লোকজন জড়ো করে ভোট কেন্দ্র গুলোতে ভোটার প্রবেশে প্রভাব বিস্তার করেছেন।
তবে এ ব্যাপারে আ.লীগ প্রার্থী ফাইজুর রশীদ খসরু পাল্টা অভিযোগ করে বলেন, জেপি প্রার্থী (সাইকেল প্রতীক) ও তার ভাই পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন প্রভাব খাটিয়ে এলাকায় নির্বাচনী আচরণের চরম লংঘন করেন। এ কারনে জেপি প্রার্থীকে নির্বাচন কমিশন তলব করে। সংসদ সদস্য আজ নির্বাচনের দিনও এলাকায় অবস্থান করেন। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ায় তারা পাল্টা অভিযোগ করছেন।
এদিকে নির্বাচন সুষ্ঠু অবাধ করতে শহরে ও কেন্দ্র গুলোতে ব্যাপক আইনশৃংখলাবাহিনী মোতায়েন রাখা হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণ ও নির্বিঘœ ভোট প্রদান করেন।
উল্লেখ্য এবারই প্রথম ভাান্ডারিয়ার সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া পৌরসভায় মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়াও ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভা-ারিয় পৌরসভার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা বলেন, ইভিএম পদ্ধতি এখানে প্রথম একারণে ভোটারদের ভোট প্রদানে কিছুটা বিলম্ব হচ্ছে। তিনটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বিচ্ছিন্ন বিষয়ে আমরা গতরাতে অভিযোগ পেয়ে ভোট গ্রহণের আগেই তা মেরামত করেছি। তবে দুটি ইভিএম মেশিনে প্রযুক্তিগত সমস্যা হলে তা তাৎক্ষষিক সমাধান করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটা গ্রহণের জন্য ৯ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন। এ ছাড়া র‌্যাব, বিজিবি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT