4:18 pm , July 17, 2023
পিআইডি ॥ সকলের সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে বরিশালের উন্নয়ন অব্যাহত রাখতে চাই। বরিশাল শহরটা যাতে সুন্দর থাকে সেই চেষ্টা অব্যাহত থাকবে। অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টির জন্য শিল্প, কল-কারখানা স্থাপন জরুরি। শিল্পপতিরা এই কাজে এগিয়ে আসবেন বলে আশা রাখি। বরিশালের নবনিয়োগ পাওয়া বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী গতকাল সকালে তাঁর সম্মেলন কক্ষে সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পদ্মাসেতু নির্মাণের ফলে বরিশাল অঞ্চলের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র ও পায়রা সমুদ্রবন্দর বরিশাল অঞ্চলকে সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে গড়ে উঠতে সহযোগিতা করবে।
মতবিনিময় সভায় বরিশালের সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।