বরিশালের উন্নয়ন অব্যাহত রাখতে চাই -বিভাগীয় কমিশনার বরিশালের উন্নয়ন অব্যাহত রাখতে চাই -বিভাগীয় কমিশনার - ajkerparibartan.com
বরিশালের উন্নয়ন অব্যাহত রাখতে চাই -বিভাগীয় কমিশনার

4:18 pm , July 17, 2023

পিআইডি ॥ সকলের সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে বরিশালের উন্নয়ন অব্যাহত রাখতে চাই। বরিশাল শহরটা যাতে সুন্দর থাকে সেই চেষ্টা অব্যাহত থাকবে। অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টির জন্য শিল্প, কল-কারখানা স্থাপন জরুরি।  শিল্পপতিরা এই কাজে এগিয়ে আসবেন বলে আশা রাখি। বরিশালের নবনিয়োগ পাওয়া বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী গতকাল সকালে তাঁর সম্মেলন কক্ষে সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পদ্মাসেতু নির্মাণের ফলে বরিশাল অঞ্চলের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র ও পায়রা সমুদ্রবন্দর বরিশাল অঞ্চলকে সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে গড়ে উঠতে সহযোগিতা করবে।
মতবিনিময় সভায় বরিশালের সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT