ভান্ডারিয়া পৌর নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী ভান্ডারিয়া পৌর নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী - ajkerparibartan.com
ভান্ডারিয়া পৌর নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী

4:18 pm , July 17, 2023

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভা-ারিয়া পৌরসভার প্রথম নির্বাচন স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ও  কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশীদ খসরু (নৌকা প্রতীক)  ৯ হাজার ৬২৬  ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম ৫ হাজার ৭১ ভোট পেয়েছেন। এদিকে নির্বাচন সুষ্ঠু অবাধ করতে শহরে ও কেন্দ্র গুলোতে ব্যাপক আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়। এবারই প্রথম ভান্ডারিয়ার সবগুলো কেন্দ্রে ইলেকক্টনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া পৌরসভায় মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী এবংসংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভা-ারিয়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT