ঝালকাঠির পোনাবালিয়া ইউপিতে নৌকার প্রার্থী জয়ী ঝালকাঠির পোনাবালিয়া ইউপিতে নৌকার প্রার্থী জয়ী - ajkerparibartan.com
ঝালকাঠির পোনাবালিয়া ইউপিতে নৌকার প্রার্থী জয়ী

4:16 pm , July 17, 2023

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি সদর উপজেলার ৭নং পোনাবালিয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী মো: ফারুক হোসেন ২৬৪৪ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন। স্থানীয় একটি সূত্র জানায় ৯টি কেন্দ্রের ভোটের যোগফল করে দেখা যায় নৌকা প্রতিকের প্রার্থী মো: ফারুক হোসেন ৫ হাজার ৭০৬ ভোট ও স্বতন্ত্র আনারস প্রতিকের প্রার্থী মো: ওয়ারেচ আলী খান ৩ হাজার ৬২ ভোট পেয়েছেন।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে একটানা ভোট গ্রহন করা হয়। ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ১২ হাজার ৯৮২ জন।এর মধ্যে পুরুষ ৬ হাজার ৭৭৪ জন ও মহিলা ৬ হাজার ১৬৮ জন। চেয়ারম্যান পদে ২জন প্রার্থীর মধ্যে নৌকা প্রতিক নিয়ে লড়ছেন প্রধান শিক্ষক মো: ফারুক হোসেন ও স্বতন্ত্র আনারস প্রর্থীকের প্রার্থী মো: ওয়ারেচ আলী খান, সদস্য ৯টি পদে ২৩ জন ও সংরক্ষিত ৩টি আসনে মহিলা সদস্য ৬ জন প্রতিদ্বন্তিদ্বতা করেছেন।
ভোট কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখা যাচ্ছে পুলিশ ও সিভিল প্রশাসন কঠোর অবস্থানে থেকে ভোট গ্রহনে সহায়তা করছে। তারপরও যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছিল তাদেরকে কৌশলে নিবৃত করা হয়েছে এবং সকল ধরনের প্রভাব খাটানো থেকে বিরত রাখা হয়েছে। ভোট কেন্দ্রে নিয়োজিত ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক সতর্কতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং সার্বিক পরিস্থিতি কঠোরতার সাথে পর্যবেক্ষন করেছেন।
এ নির্বাচনে নৌকা প্রতিকের ফারুক হোসেন নতুন হলেও তার জনপ্রিয়তা রয়েছে অনেক। আওয়ামী পরিবারের সন্তান তিনি।তাছাড়া তিনি দীর্ঘদিন এলাকায় সুনামের সাথে শিক্ষকতা করায় ছোট বড় সকলে তাকে ভালোবাসেন।অপরদিকে সাবেক বিএনপি নেতা মো: ওয়ারেচ খান বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান। তার শেষ বয়সের নির্বাচনে তাকে সমর্থন জানাচ্ছে এলাকার বহু জনগন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT