4:05 pm , July 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ জুয়েলারী সমিতি এসোসিয়েশন (বাজুস)’র ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার বেলা এগারোটার দিকে বিভাগীয় শহর বরিশাল নগরীতে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধণ করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে কর্মসূচির উদ্বোধণ করেন বাজুস’র কার্যনির্বাহী পরিষদের সভাপতি শেখ মো. মুসা ও সাধারণ সম্পাদক আলহাজ নুরুল আমিন। পরে অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়। পরে অশ্বিনী কুমার টাউন হলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভাপতি শেখ মো. মুসা। সভায় প্রধান বক্তা ছিলেন, আলহাজ নুরুল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কার্যনিবার্হী পরিষদের সহ-সভাপতি সত্যজিৎ কর্মকার, মনিরুজ্জামান তালুকদার, পরিমল দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক পুলক কুমার দাস, আরিফুর রহমান, রেজাউল সিকদার, শেখর চন্দ্র ঘোষ, কোষাধ্যক্ষ বাচ্চু তালুকদার প্রমুখ।