4:04 pm , July 17, 2023

পরিবর্তন ডেস্ক ॥ বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত (মেয়াদকাল ১৯৮৪-১৯৮৯) চেয়ারম্যান মোঃ আঃ ছত্তার হাওলাদার এর ৩৪’তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। গতকাল (১৭ জুলাই) মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী পোষ্ট অফিস বাজারে বাজার কমিটি ও ব্যাবসায়ীদের উদ্যোগে উক্ত দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম খান এর সভাপতিত্বে উক্ত দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন বাবুগঞ্জ-মুলাদী আসনের সাবেক এমপি এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহন করেন বরিশাল জেলা ওয়ার্কাস পার্টি’র সদস্য মোঃ মুজাম্মেল হক ফিরোজ, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টি’র সভাপতি অধ্যাপক গোলাম হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ।উক্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে মরহুমের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন প্রধান অতিথি এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, মরহুমের বড় ছেলে চাঁদপাশা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান সবুজ,মেঝ ছেলে এ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ইউপি সদস্য মোঃ তাওহিদ হোসেন, মোঃ শহিদুল ইসলাম মাষ্টার,শাহ আলম হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা হাজী আঃ লতিফ হাং,বীর মুক্তিযোদ্ধা গহর আইয়ুব,ইউপি সদস্য মোঃ মামুন,বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর হাং,সৈয়দ মোঃ বাবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মেম্বার,নজরুল খান,আব্দুস সালাম মাষ্টার সহ প্রমুখ। আলোচনা সভার শেষে মোনাজাতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।