অষ্টম শ্রেণীর ছাত্রীকে মুখ ও হাত বেঁধে ধর্ষণের চেষ্টা অষ্টম শ্রেণীর ছাত্রীকে মুখ ও হাত বেঁধে ধর্ষণের চেষ্টা - ajkerparibartan.com
অষ্টম শ্রেণীর ছাত্রীকে মুখ ও হাত বেঁধে ধর্ষণের চেষ্টা

4:03 pm , July 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় দিনে দুপুরে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ঘরে নিয়ে মুখ ও হাত বেঁধে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা রোববার রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কাঠিরা গ্রামের জয়ন্ত মধুর ছেলে মিঠুন মধুকে আসামী করা হয়েছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠুন মধু গত ১৫ জুলাই দুপুরে একই এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ুয়া ১৪ বছর বয়সী ছাত্রীকে জোরপূর্বক ঘরে নিয়ে যায়। পাশাপাশি ওই ছাত্রীর মুখ ও হাত বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। ছাত্রীর ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত মিঠু পালিয়ে যায়। স্কুল ছাত্রী জানান, মিঠুন মধু এলাকার সম্পর্কে কাকা হয়। সে (মিঠুন) বিভিন্ন সময় ওই স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তাতে রাজি না হওয়াতে রোববার দুপুরে বাড়ি থেকে বের হতেই মিঠুন তাকে জাপটে ধরে মুখ চেপে নিজ ঘরে নিয়ে যায়। তারপরে হাত বেঁধে ধর্ষনের চেষ্টা চালায়। মামলার বাদী ওই স্কুল ছাত্রীর মা বলেন, আমার মেয়েকে উদ্ধারের পরে তার কাছ থেকে সব কিছু জেনে থানায় রোববার রাতে মিঠুন মধুর বিরুদ্ধে মামলা দায়ের করেছি। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. গোলাম ছরোয়ার বলেন, স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মিঠুন মধুর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মামলা করেছেন। আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT