আগৈলঝাড়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা আগৈলঝাড়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

4:42 pm , July 16, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার আগৈলঝাড়া উপজেলার বাগধা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এই অভিযান পরিচালনা করেন। এসময় মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উর্ত্তীন পন্য বিক্রি করায় বিসমিল্লাহ ভ্যারাইটিজ ষ্টোর, বিসমিল্লাহ পোল্টি হাউজ, খুসবু ভ্যারাইটিজ ষ্টোর, শামসুল আলম ভ্যারাইটিজ ষ্টোর ও নুরুল ষ্টোরসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT