বাউফলে পুলিশ পরিচয়ে ডাকাতি বাউফলে পুলিশ পরিচয়ে ডাকাতি - ajkerparibartan.com
বাউফলে পুলিশ পরিচয়ে ডাকাতি

4:40 pm , July 16, 2023

বাউফল প্রতিবেদক ॥ বাউফল পৌরশহরে পুলিশ পরিচয়ে এক বাসায় ডাকাতি হয়েছে। শনিবার দিনগত গভীর রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকার শাহাবুদ্দিন মিয়ার ঘরে ডাকাতি হয়।
বাউফল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। শাহাবুদ্দিন মিয়ার ছেলে মো. বাহাউদ্দিন কিবরিয়া সজল বলেন, তারা দুই ভাই ঢাকায় ব্যবসা করেন। আরেক ভাই চাকুরি করেন। হাজীপাড়া এলাকার একতলা ভবনের বাসায় বৃদ্ধ বাবা ও মা বাস করেন। সজল বলেন, শনিবার দিনগত গভীর রাতে বাসার গ্রীল কেটে ৭ জনের একটি ডাকাত দল বাসায় প্রবেশ করে। পরে তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়। বাসায় মাদক রয়েছে জানিয়ে তল্লাশী করা হবে বলে জানিয়ে বলেন, এখানে সাতজন রয়েছে। বাইরেও আরো ৭ জন রয়েছে। পরে দেশীয় অস্ত্রের মুখে মাকে জিম্মি করে আলমারীর চাবি নিয়ে যায়। সজল জানায়, ডাকাতরা আলমারী থেকে আট ভরি স্বর্নালংকার, মায়ের জমানো দেড় লাখ ও বাবার ৯০ হাজার টাকা নিয়ে গেছে। ডাকাতরা চলে যাওয়ার পর ট্রিপল নাইনে কল করার পর পুলিশ এসেছিলো। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছে সজল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT